লালমনিরহাটে অটোরিকশা চোরচক্রের দুই নারী সদস্যসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সদর থানার উপপরিদর্শক (এসআই) খুরশীদ আলম আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করেন।
জানা গেছে, প্রযুক্তির সহায়তায় অটোরিকশা চোরচক্রের সদস্যদের অবস্থান নির্ণয় করা হয়। পরে ময়মনসিংহ, গাজীপুর এবং রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের দুই মহিলা সদস্যসহ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর উদাতিয়ার কান্দি এলাকার দুলাল মিয়া স্ত্রী হালিমা বেগম (২৭) ও মানিক মিয়ার ছেলে দুলাল মিয়া (২৭), গাজীপুর জেলার কোনাবাড়ী উপজেলার বাইমাইল পূর্বপাড় এলাকার রানা মিয়ার স্ত্রী বেগম ওরফে ফাতেমা (২৩), রংপুর জেলার হারাগাছ উপজেলার নিউ কাজীপাড়া কসাইটারী এলাকার মৃত আ. মালেকের ছেলে মেহেদী হাসান রিয়েল (২৭), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাশর চৌরাস্তা এলাকার মৃত রুস্তুম আলী ছেলে আসামি এবাদুল হক (৩৭)।
মামলার বাদী অটোরিকশাচালক গত ৪ আগস্ট সকাল ১০টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে অবস্থানকালে দুইজন বোরকা পরিহিত অজ্ঞাত মহিলাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এরপর সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া চোরচক্রের সদস্যরা কৌশলে বাদীর অটোরিকশা ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে যায়। অটোরিকশা রিকশার মূল্য দেড় লাখ টাকা ও মোবাইল ফোনের মূল্য ২১ হাজার টাকা।
পরে এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর লালমনিরহাট থানার মামলা দায়ের করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশা চুরির কথা স্বীকার করেছে। তাদের কাছে থেকে বাদীর চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে আটক আসামিদের আদালতে নেয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
স্বাআলো/এসএ