দুই নারীসহ অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্য ধরা

লালমনিরহাটে অটোরিকশা চোরচক্রের দুই নারী সদস্যসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সদর থানার উপপরিদর্শক (এসআই) খুরশীদ আলম আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করেন।

জানা গেছে, প্রযুক্তির সহায়তায় অটোরিকশা চোরচক্রের সদস্যদের অবস্থান নির্ণয় করা হয়। পরে ময়মনসিংহ, গাজীপুর এবং রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের দুই মহিলা সদস্যসহ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর উদাতিয়ার কান্দি এলাকার দুলাল মিয়া স্ত্রী হালিমা বেগম (২৭) ও মানিক মিয়ার ছেলে দুলাল মিয়া (২৭), গাজীপুর জেলার কোনাবাড়ী উপজেলার বাইমাইল পূর্বপাড় এলাকার রানা মিয়ার স্ত্রী বেগম ওরফে ফাতেমা (২৩), রংপুর জেলার হারাগাছ উপজেলার নিউ কাজীপাড়া কসাইটারী এলাকার মৃত আ. মালেকের ছেলে মেহেদী হাসান রিয়েল (২৭), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাশর চৌরাস্তা এলাকার মৃত রুস্তুম আলী ছেলে আসামি এবাদুল হক (৩৭)।

মামলার বাদী অটোরিকশাচালক গত ৪ আগস্ট সকাল ১০টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে অবস্থানকালে দুইজন বোরকা পরিহিত অজ্ঞাত মহিলাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এরপর সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া চোরচক্রের সদস্যরা কৌশলে বাদীর অটোরিকশা ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে যায়। অটোরিকশা রিকশার মূল্য দেড় লাখ টাকা ও মোবাইল ফোনের মূল্য ২১ হাজার টাকা।

পরে এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর লালমনিরহাট থানার মামলা দায়ের করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশা চুরির কথা স্বীকার করেছে। তাদের কাছে থেকে বাদীর চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে আটক আসামিদের আদালতে নেয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...

প্রেসক্লাব যশোরের সাইনবোর্ডে ‘মুজিব’ লেখা কাটায় জামায়াত কর্মী বহিস্কার

‘মুজিব সড়ক’ লেখা থাকায় প্রেসক্লাব যশোরের সাইন বোর্ড কেটে...