জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া মোছারখোলা ক্যাম্পে অভিযান চালিয়ে একজন স্থানীয় ও চারজন আরসা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছয়টি বন্দুক ও ৯টি গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাব–১৫ অধিনায়ক লে. কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন।
মিয়ানমারের ছোড়া মর্টার শেলে রোহিঙ্গা যুবক নিহত, আহত ২
তিনি জানান, উখিয়ার মোছারখোলা ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ নাশকতার পরিকল্পনা করছে এমন খবর ছিলো র্যাবের কাছে। খবর পেয়ে র্যাবের একটি দল বৃহস্পতিবার ভোরে অভিযান চালায়। অভিযানে এক স্থানীয়সহ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে দেশীয় বিভিন্ন ধরনের ছয়টি বন্দুক ও ৯টি গুলি পাওয়া যায়। অভিযানের খবরে র্যাব দলকে লক্ষ্য করে গুলি করা হলে র্যাবের এক সদস্য আহত হয়। তাকে রামু সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেরত পাঠানো হয়েছে সেন্টমার্টিনে আসা রোহিঙ্গাবোঝাই ট্রলার
আটকরা হলেন ক্যাম্প–১৫, ব্লক–ডি/৩ এর নেছার (৩০), ব্লক–এইচ/৭ এর রবি আলম (১৮), ব্লক–এইচ/১২ এর আবুল কালাম, ব্লক–এইচ/৫ আইয়ুব ও উখিয়ার স্থানীয় বাসিন্দা আবুল হোসেন (২০)।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সাজ্জাদ হোসেন।
স্বাআলো/এস