উজানে ভারি বৃষ্টিপাত এবং ভারত থেকে আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ার আশঙ্কায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র বন্যার সতর্কতা জারি করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।
পিডিএমএর একজন মুখপাত্র মঙ্গলবার (১২ আগস্ট) জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে ভারত সুতলজ (শতদ্রু) নদীতে পানি ছাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের বাঁধগুলোতে পানির স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তথ্য অনুযায়ী, ভারতের ভাকরা, পং এবং থেইন বাঁধগুলো বর্তমানে তাদের মোট ধারণক্ষমতার যথাক্রমে ৬১%, ৭৬% এবং ৬৪% পূর্ণ হয়ে গেছে।
এরই মধ্যে চেনাব (চন্দ্রভাগা) নদীতে মাঝারি থেকে উচ্চ মাত্রার বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পিডিএমএ’র মহাপরিচালক জানিয়েছেন, “নদী ও বাঁধগুলোর পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সুতলজ নদীতে পানির প্রবাহ আরো বাড়তে পারে।” পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সতর্কতা এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান সপ্তম দফা মৌসুমি বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। নতুন এই বৃষ্টিপাতের কারণে সুতলজ, রাভি (ইরাবতী), চেনাব এবং ঝিলম (বিতস্তা) নদীসহ আশপাশের খাল ও উপনদীগুলোতে পানিস্তর আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা, আকস্মিক ঢল ও ভূমিধসে পাকিস্তানে ইতোমধ্যে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া, বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং দেশের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্বাআলো/এস