নিজস্ব প্রতিবেদক: যশোরে জান্নাত ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত মানুষের মাধে মাত্র অর্ধেক দামে খাদ্য সামগ্রী বিক্রি করছেন।
আজ শুক্রবার (২৯ মার্চ) পুলিশ লাইন স্কুল গেটের সামনে এই খাদ্য সামগ্রী বিক্রি করা হয়।
খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো, আলু প্রতি কেজি ২০ টাকা, পিঁয়াজ প্রতি কেজি ২৫ টাকা, মুড়ি প্রতি কেজি ২০ টাকা, প্রতিলিটার সোয়াবিন তেল ৪০ টাকা, মসুরির ডাল ৩০ টাকা ও এক হালি ডিম ২০ টাকা। একশো পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী বিক্রি করবেন।
জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মনি বলেন, আমি কয়েকজন গরিব অসহায় মানুষের সাথে কথা বলে জেনেছি নিন্ম আয়ের মানুষ রোজার মাসে কষ্টে আছে। তাই গরিব অসহায় মানুষদের কথা চিন্ত করে আমার সাধ্য অনুযায়ী একশো জন মানুষের মাঝে আট প্রকার খাদ্য সামগ্রী অর্ধেক দামে বিক্রি করার সিদ্ধান্ত নিই।
তিনি আরো বলেন, আজ একশো পরিবারের মাঝে খাবার তুলে দিতে পেরে নিজের কাছে খুবই আনন্দ লাগছে। সবার কাছে দোয় পার্থণা করি আগামীতে যেনো একইভাবে সাধারণ মানুষের পাশে থেকে কিছু করতে পারি।
স্বাআলো/এসআর