দেশের ফুটবলে লজ্জাজনক ইতিহাস এঁটে দেয়া পাঁচ ফুটবলারকে শাস্তিসহ জরিমানা ও নিষেধাজ্ঞার আওতায় এনেছে বসুন্ধরা কিংস।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় বিমানবন্দরে পা রাখে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু বিমানবন্দরে ঘটে অনাকা ঘটনা। কিংসের পাঁচ ফুটবলারের লাগেজ থেকে উদ্ধার করা হয় ৬৪ বোতল মদ।
তারা হলেন, তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।
এ ঘটনায় তাদের সাময়িক নিষিদ্ধ করেছিলো বসুন্ধরা কিংস। এরপর বাফুফেও নেয় কঠিন পদক্ষেপ। মদকাণ্ডের অপরাধকে জিরো টলারেন্স দেখিয়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারদের বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করে বাফুফে।
জিকোসহ ৫ ফুটবলারের লাগেজে ৬৪ বোতল মদ
শাস্তি স্বরূপ শেখ মোরসালিনকে এক লাখ টাকা জরিমানা, রিমন হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তপু বর্মনকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আনিসুর রহমান জিকোকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত ও তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এর সাথে বসুন্ধরা কিংসের দলের সাথে গমনকারী অফিসিয়ালদের আরো অধিকতর সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
স্বাআলো/এস