বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় অর্ধ লাখ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ।
শনিবার (৪ নভেম্বর) মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় নোঙ্গর করেছে কয়লাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।
ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ২১ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।
বাগেরহাটে একদিনে ৩টি বাল্যবিয়ে বন্ধ, অভিভাবকদের অর্থদণ্ড
জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় নোঙ্গর করে বাংলাদেশি পতাকাবাহী কয়লাবাহী ওই জাহাজটি। এরপর সকাল থেকেই শুরু হয় ওই জাহাজ থেকে কার্গো জাহাজে করে কয়লা খালাস কাজ। এ কয়লা নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখান থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে। এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৪ হাজার ৭০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে ‘এমভি জগ রাজিব’ নামক ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ।
ওই জাহাজ থেকে পণ্য খালাস এখনো চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
স্বাআলো/এস