চট্রগ্রাম বিভাগ

৪ কেজি কোকেনসহ বিদেশি নারী আটক

| July 15, 2024

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে প্রায় চার কেজি কোকেন জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) স্টেলিয়া সানতায়ি নামের এক নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর থেকে তিন কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়।

১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রী সোমবার (১৫ জুলাই) তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। তিনি শুক্রবার (১২ জুলাই) এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাও পাওলো থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ে শনিবার (১৩ জুলাই) শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসেন। তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোনো ব্যাগেজ ছিলো না।

সোমবার (১৫ জুলাই) ব্যাগেজে কোকেনসহ তাকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্সের সদস্যরা আটক করেন।

স্বাআলো/এস

Debu Mallick