বাগেরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারি পরিচালক ডা. আহসান উদ্দিন প্রামানিক কর্তব্যে অবহেলার কথা অস্বীকার করে
কোরবানির পশু কেনার আগে খেয়াল রাখতে হবে যেসব বিষয়
বলেন, মহিষগুলি ভারত থেকে দীর্ঘ সড়ক পথে ৭দিন সময় লেগেছে খামারে পৌছাতে এ কারণে কিছু মহিষের বাচ্চা দূর্বল হয়ে পড়ে ও শীতের প্রকোপে মহিষের বাচ্চাগুলো মারা গেছে। আর তদন্ত কমিটির প্রধান খুলনা বিভাগীয় পরিচালক ডা.নুরুল্লাহ আহসান বলেন, খামারের ভিতরে মাটিচাপা দেয়া মৃত মহিষের বেশ কয়েকটি দেহাবশেস পযবেক্ষন করা হয়। খামারে কর্মচারীদের কাছ থেকে মহিষের মৃত্যু সম্পর্কে লিখিত বক্তব্য নেওয়া হয়। মৃত্যুর কারণ সম্পর্কে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান। বর্তমানে বাগেরহাটের ফকিরহাটের এই মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৪৭০টি মহিষ রয়েছে।
স্বাআলো/এস/বি