সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া আর নেই, পটুয়াখালীতে শোকের ছায়া

পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাড. শাহজাহান মিয়া (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ অক্টোবর) সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিকালে ঢাকার ন‌্যাম ভবনে মরহুমের প্রথম জানাজা এবং রবিবার সকার ১১টায় পটুয়াখালী শহরের ঝাউতলায় দ্বিতীয় জানাজা অনু‌ষ্ঠিত হবে।

তিনি গত ৯ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের প্রফেসর ড. আবুল কালাম আজাদের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে পটুয়াখালীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ করেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

বর্ষীয়ান রাজনীতিবীদ পটুয়াখালী আইনজীবী সমিতির সবচেয়ে প্রবীণ সদস্য ছিলেন। অ্যাড. শাহজাহান মিয়া যিনি পটুয়াখালীতে সকলের কাছে শাহজাহান উকিল নামে পরিচিত ছিলেন। ১৯৭৪ সালে তিনি পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে প্রথমবার শাহজাহান মিয়া জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন, পরবর্তীতে ২০০৮ এবং সর্বশেষ ২০১৮ সালে পটুয়াখালী-১ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এর মধ্যে ২০০৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সেই থেকে তিনি প্রায় ৩০ বছর এই দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী ও অনুসারী রেখে গেছেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...

ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার।...

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের...