বিএনপি ছেড়ে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল ওহাব। এছাড়া বিএনপির আরো তিন সাবেক এমপি বিএনপি ছেড়ে বিএনএমে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের যোগদানের ঘোষণা দেয়া হয়।
এই চার সাবেক এমপি হলেন, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল ওহাব, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান।
তাদের মধ্যে থেকে শাহ মোহাম্মদ আবু জাফরকে নতুন নিবন্ধিত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে একই দিন সোমবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার দেয় বিএনএম। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে বিএনএমের মহাসচিব ও মুখপাত্র ড. শাহজাহান এই ঘোষণা দেন।
শাহজাহান বলেন, কোনো জোটের সঙ্গে নয় বরং নিজস্বভাবেই বিএনএম নির্বাচনে অংশ নেবে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই গুলশানের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। দলের সহসভাপতি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
স্বাআলো/এসএ