রাজধানীর ইস্কাটন রোডে ট্রাকচাপায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধুও মারা গেছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলামের (৪০) বাড়ি পঞ্চগড়ে, তার বাবার নাম খাইরুল ইসলাম। আরিফুলের সঙ্গে নিহত সৌভিক করিমের (৪২) বাড়ি নোয়াখালীতে, তার বাবা মোহাম্মদ আবু করিম। আরিফুল রাজধানীর বড় মগবাজারে থাকতেন।
আরিফুল ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিপণন বিভাগের প্রধান ছিলেন।
নিহত আরিফুলের সহকর্মী সুমন জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ইস্কাটন রোড ইউটার্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
স্বাআলো/এসএ