আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের চার সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই ৬টি ইজিবাইক, দুইটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
শনিবার (১৫ অক্টোবর) ভোরে বিভিন্নস্থানে অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের চাঁচড়া রায়পাড়ার আলামিন, রেলস্টশন এলাকার বিদ্যুৎ হোসেন, সদর উপজেলার পুলেরহাটের ইব্রাহিম ওরফে রৌদ্র এবং তপসীডাঙ্গার শহিদুল ইসলাম বাবু।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার জানিয়েছেন, শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকমান আলী গত ১২ অক্টোবর দুপুর ১টার দিকে নিজস্ব ইজিবাইক রেখে যশোর শহরের পাইপপট্টিতে রেখে জোহরের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন ইজিবাইকটি নেই। বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করা হলে উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। পাশাপাশি আটককৃতদের দেখানো মতে ৬টি চোরাই ইজিবাইক, দুইটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এসএ