যশোরে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিজিবিতে সিপাহী পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের আনিসুর রহমান ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কলেজপাড়ার মশিউর রহমান।

র‌্যাব-৬ যশোরের সদস্যরা ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোনের জানান, অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে নিজ এলাকায় চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ এপ্রিল তারা দোকানে অবস্থান করা অবস্থায় আনিসুর যান। এসময় তিনি রবিউলের ছেলে সানমুন আহম্মেদকে বিজিবিতে চাকরি দেয়ার প্রলোভন দেখান। তার প্রলোভনে রাজি হন রবিউল ও তার ছেলে। তাদের মধ্যে পাঁচ লাখ টাকায় চুক্তিও হয়। এরপর গত ২৮ এপ্রিল অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে সানমুনকে বিজিবির কমান্ডার পরিচয় দিয়ে কল করেন। তাকে জানানো হয় অনলাইনে আবেদনের জন্য তিন হাজার টাকা দিতে হবে। পরে তাকে তিন হাজার টাকা দেন সানমুন। এর মধ্যে গত ২৮ মে আনিসুর ও মশিউর সানমুনদের বাড়িতে যান। জানানো হয় ১ জুন যশোর বিজিবির মাঠে নিয়োগের শারীরিক পরীক্ষা হবে। ওই পরিক্ষায় পাশের জন্য তারা ৫০ হাজার টাকা দাবি করে।

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ ১ জুন সকালে বাবা ছেলে বিজিবির মাঠে যান। এসময় আসামিদের সাথে দেখা হলে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তারা পাঁচ হাজার টাকা দেন এবং চাকরি হলে বাকি টাকা দেয়ার আশ্বাস দেন। একই সাথে তাদেরকে একটি অনলাইনে আবেদন পত্র দিয়ে চলে যান আসামিরা। পরে ওই আবেদন পত্র নিয়ে বিজিবির সাথে যোগাযোগ করলে জানতে পারেন তা জাল। পরবর্তীতে ভুক্তোভোগীরা এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।

র‌্যাব আরো জানায়, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেন। তারা আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে ঝুমঝুমপুর থেকে ওই দুইজনকে আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...