নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডে লিডেন গ্রামার স্কুল, মানিকতলা মোড় ও খয়েরতলা হাইস্কুল মাঠ থেকে প্রায় ১২ শতাধিক মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন।
শনিবার (৬ এপ্রিল) থেকে তিনি অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান, শরিফুল ইসলাম তোতা, রাশেদ শান্তি মন্ডল, শুভ ইসলাম সবুজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসান কবির হিরো ও যুবলীগ নেতা আরিফ হোসেন শাকিল প্রমুখ।
উপহার হিসেবে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ধরনের সামগ্রী দেয়া হয়।
স্বাআলো/এস