কলেজে চাকরি দেয়ার নামে প্রতারণা, ঘুষ গ্রহণের অভিযোগে এমএলএসএসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: তিন লাখ ঘুষ নিয়ে বারোবাজার ডিগ্রি কলেজে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একই কলেজের এমএলএসএস তাসলিমা আক্তার শামীমার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী যশোর সদর উপজেলার মুরাদগড় গ্রামের আব্দুল কাদেরের মেয়ে লিমা খাতুন ওই মামলাটি করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামির বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন।

আসামি তাসলিমা আক্তার শামীমা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মফিজুর রহমানের স্ত্রী।

রেকর্ড ভেঙে যশোরের তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস

বাদী মামলায় বলেছেন, আসামির সাথে তার পূর্ব পরিচয় রয়েছে। আসামি বারোবাজার ডিগ্রি কলেজে এমএলএসএস কাম কম্পিউটার অপারেটর পদে পদে চাকরি করেন। একই পদে এরা একজন দক্ষ লোক নিয়োগ দেয়া হবে বলে বাদীকে জানায়। বাদী বেকার থাকায় ওই চাকরি করতে আগ্রহী প্রকাশ করেন। এসময় আসামি ওই কলেজের অধ্যক্ষকে দিয়ে চাকরি দিয়ে দিতে পারবেন এবং তার বিনিময় তিন লাখ টাকা ঘুষ দিতে হবে বলে জানান। এরপরে ২০২২ সালের ৬ অক্টোবর ৮০ হাজারসহ মোট ছয়টি কিস্তিতে আসামি শামীমাকে তিন লাখ টাকা দেন। এরপরে আজ না কাল করে চাকরি না দিয়ে ঘুরাতে থাকেন শামীমা।

সর্বশেষ চলতি বছরের ২৬ এপ্রিল আসামি শামীমাকে বাদীর বাড়িতে ডেকে এনে স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে চাকরি দিতে হবে অথবা টাকা ফেরত চান লিমা খাতুন। এসময় চাকরি দিতে বা টাকা ফেরত দিতে অস্বীকার করেন শামীমা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...

ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার।...