নিজস্ব প্রতিবেদক: যশোরে কয়লা সরবরাহের নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ টাকা এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার আরএসবি ইটভাটার ম্যানেজার টুলু মিয়া সম্প্রতি একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একটি চক্র কয়লা সরবরাহের আশ্বাস দিয়ে তার ও তার মালিক সাজু প্রধানের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। গত ১৯ মার্চ যশোরের অভয়নগর উপজেলার পাঁচকবর এলাকা থেকে পাঁচটি ট্রাকে ১১৯ টন কয়লা পাঠানোর কথা থাকলেও সেই কয়লা আর গন্তব্যে পৌঁছায়নি। পরবর্তীতে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পেয়ে তারা প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।
এই অভিযোগের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে প্রথমে ঝালকাঠি জেলার রাজাপুর থানার কৃষ্ণবাটী এলাকা থেকে চক্রের দুই সদস্য কামাল খান (৫৬) ও নাসির হাওলাদার ওরফে আঃ রহমান হাওলাদারকে (৬৯) আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরদিন খুলনার ডুমুরিয়া উপজেলার রস্তমপুর গ্রাম থেকে চক্রের আরো দুই সদস্য মনিরুল ইসলাম (৩৫) ও আক্তারুজ্জামানকে (৩৪)আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নগদ ২০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের আটটি ফাঁকা (ব্ল্যাঙ্ক) চেক, চারটি ডিজিটাল রাবার স্ট্যাম্প এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিবি সূত্র আরো জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আটককৃতদের মধ্যে কামাল খানের বিরুদ্ধে পূর্বে তিনটি এবং নাসির হাওলাদারের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বাআলো/এস