বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ছয় হাজার কৃষকের মাঝে জনপ্রতি পাঁচ কেজি উফশী জাতের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং তিন হাজার ৬০০ জন কৃষকের মাঝে জনপ্রতি দুই কেজি হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।
সোমবার (২০ নভেম্বর) নড়াইল সদর উপজেলা চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতর , নড়াইলের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর, নড়াইলের কৃষিবিদ উপপরিচালক দীপক কুমার রায়।
সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, জেলা-উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী কৃষকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস