জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) শহরের শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা এসএ জলিল হিরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্নাসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী জেলার বীরমুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এই আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও তাদের ত্যাগকে স্মরণ করা হয়।
স্বাআলো/এস