‘তাজা প্রাণগুলো ঝরে গেলো তার দায় কে নেবে’

বিনোদন ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে আহত ও নিহত হয়েছেন বেশ কজন শিক্ষার্থী। গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) চঞ্চল চৌধুরী ফেসবুক পোস্টে এ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। বিস্ময় প্রকাশ করে চঞ্চল চৌধুরী লেখেন, পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি, হয়েছি শোকাহত! সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিলো না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না? যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত।

কোটা আন্দোলন নিয়ে যা বললেন তারকারা

প্রশ্ন ছুড়ে দিয়ে ‘আয়নাবাজি’ খ্যাত চঞ্চল চৌধুরী লেখেন, আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেলো, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!

চঞ্চল চৌধুরীর এ পোস্টে নেটিজেনরা সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। ইমরান হাসান শিহাব লেখেন, ধন্যবাদ আপনাকে। মামুনুর রশীদ লেখেন, এই প্রথম আমি আপনার কোনো পোস্টে কমেন্ট করলাম। প্রতিবাদ হোক প্রতিটা জায়গা থেকে। জাহাঙ্গীর আলম লেখেন, ধন্যবাদ প্রিয় অভিনেতা। আপনার থেকে এমন একটি বিবৃতি আশা করছিলাম। এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...