নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে অনলাইনে জুয়া খেলতে মায়ের গহনা চুরি করে নিখোঁজ হওয়া ছেলে মুন্না হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে চুরি যাওয়া সোনার গহনাসহ আটক করা হয়েছে মুন্নার সহযোগী রহমাতুল্লাহকে।
শনিবার (২৭ জুলাই) উপজেলার দূর্বাডাঙ্গা ও চিনেটোলা থেকে তাদের আটক করা হয়।
আটক মুন্না মণিরামপুরের পাড়দিয়া গ্রামের ও রহমাতুল্লাহ দূর্বাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
রবিবার ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, মুন্না অনলাইন জুয়ায় আসক্ত ছিলো। একপর্যায় ঘরের আলমারি থেকে তার মায়ের তিন ভরি ওজনের সোনার গহনা নিয়ে চম্পট দেয় মুন্না। এ ঘটনায় মুন্নার মা ডিবি পুলিশে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার সোনার গহনাসহ তাদের আটক করে।
তিনি জানান, মুন্না ওই সোনার গহনা অনলাইন জুয়ার সাব এজেন্ট রহমাতুল্লাহর কাছে দিয়েছেন বলে জানান। পরবর্তীতে ডিবি পুলিশ চিনেটোলা বাজার থেকে রহমতুল্লাকে আটক ও তার কাছ থেকে দুই ভরি চার আনা সোনা উদ্ধার করা হয়।
ডিবি আরো জানায়, এ ঘটনায় মুন্নার মা হোসনে আরা বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। অনলাইন জুয়ার সাথে অন্য কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ।
স্বাআলো/এস