খুলনা বিভাগ

বাগেরহাটে পোশাক শ্রমিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

| May 16, 2024

আজাদুল হক, বাগেরহাট: চট্রগ্রামে চাঞ্চল্যকর কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন পোশাক শ্রমিক মেহেদী হত্যা কান্ডের প্রধান আসামি শাকিল খানকে (২৩) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পল্লী থেকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা।

গ্রেফতার শাকিল খান উপজেলার মধ্য চিংড়াখালী গ্রামের হানিফ খানের ছেলে।

বুধবার গভীর রাতে তাকে আটকে পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

বৃহস্পতিবার (১৬ মে) খুলনা র‌্যাব -৬ এর মিডিয়া সেল থেকে দেয়া এক খবর বিঞ্জপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম নগরীতে আতঙ্কের আরেক নাম কিশোর গ্যাং।

তুচ্ছ ঘটনায় মারামারি, খুনাখুনি চলছেই। শহরে একের পর এক অপকর্ম ঘটিয়ে চলেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিশোর গ্যাংয়ের হাতে গত দুই মাসে এই বন্দর নগরীতে পৃথক দুইটা চাঞ্জল্যকর হত্যাকান্ড সংগঠিত হয়।

উক্ত কিশোর গ্যাং এর সাদেক ও রমজান নামে দুই গ্রুপের মধ্যে পোষাক কারখানার টাকা নিয়ে পূর্বে থেকেই দ্বন্দ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েক বার ঝগড়া বিবাদ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৯ মে ২০২৪ রাতে আকমল আলী রোডে আবারও মারামারি হয় ।

এ সময় পোশাক শ্রমিক মেহেদী ও রিফাত মারামারির মধ্যে পড়ে যায়। এক পর্যায়ে ছুরিকাঘাতে রক্তাক্ত হয় দুইজন। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে সিএমপি, চট্টগ্রামের ইপিজেড থানায় ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন।

এমন নির্মম, নৃশংস হত্যাকান্ড বিভিন্ন জাতীয়, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর র‌্যাব-৬ খুলনার গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত আসামী বাগেরহাটে অবস্থান করছে।

ঘটনাটি জানার পর র‌্যাব-৬ খুলনার আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং লোমহর্ষক ও চাঞ্চল্যকর এ হত্যার সাথে জড়িত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ পোলেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কিশোর মেহেদী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি  শাকিল খান কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রামের ইপিজেড থানা কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick