জাতীয়

জামালপুরে গ্যাসের সন্ধান

ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহ ব্যুরো | June 1, 2025

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) শনিবার রাতে এই খনিজ সম্পদের সন্ধান পায়।

রবিবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।

বাপেক্স সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সিসমিক উপাত্ত বিশ্লেষণ করে গ্যাসের উপস্থিতির প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এরপর ২০১৪-১৫ অর্থবছরে নতুন করে সিসমিক উপাত্ত সংগ্রহ করা হয় এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে সম্পন্ন হয়। এই উপাত্তগুলো বিস্তারিত বিশ্লেষণ করার পর চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে বাপেক্স।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গত শনিবার রাতে ২৬০০ মিটার গভীরতা পর্যন্ত খনন করার পর গ্যাসের স্তর চিহ্নিত করা হয়। বর্তমানে কূপটিতে ডিএসটি (Drill Stem Test) বা প্রবাহ পরীক্ষা চলমান রয়েছে। এই পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর গ্যাসক্ষেত্রের সঠিক অবস্থান এবং গ্যাসের মজুদ ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পটি তিন মাস মেয়াদি এবং এর ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা।

মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান লাভকে দেশের জ্বালানি খাতের জন্য একটি ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে যদি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যায়, তবে এটি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভূমিকা রাখবে।

স্বাআলো/এস

Shadhin Alo