বিভিন্ন দেশের আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখছে জার্মানি

প্রবাস ডেস্ক: ইটালির সাথে আলবেনিয়া, যুক্তরাজ্যের সাথে রুয়ান্ডার যেমন চুক্তি রয়েছে, তেমন চুক্তির মাধ্যমে নিজেদের জন্যও মানানসই আশ্রয়প্রদানে সহযোগী রাষ্ট্রের খোঁজ করছে জার্মানি৷ তাই খতিয়ে দেখছে বিভিন্ন দেশের আশ্রয়প্রক্রিয়া৷

চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মানির আঞ্চলিক নেতৃত্বকে আশ্বস্ত করে বলেছেন, তৃতীয় দেশগুলোতে আশ্রয় প্রক্রিয়া পাঠানো যায় কীনা সেগুলো যাচাই করা হবে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রাজ্যের প্রধানদের সাথে বার্লিনে বৈঠক করেন শলৎস৷ ডিসেম্বরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব নিয়ে শলৎস আবার ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসবেন৷ আশ্রয় প্রক্রিয়ার মূল্যায়ন যেভাবে বৃহস্পতিবারের বৈঠকের আগে রাজ্যগুলোর পক্ষ থেকে তৃতীয় রাষ্ট্রের আশ্রয় প্রক্রিয়ার বাস্তবিক মডেলের মূল্যায়ন করতে বলা হয়েছিল৷ এরপর জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সাথে কথা বলা শুরু করে৷

ঠিক এমন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাজ্য৷ ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকা পাঠাতে রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছে তারা৷ তা বাস্তবায়নে ঋষি সরকার পার্লামেন্টে নতুন আইন পাস করলেও বিরোধী দলগুলো এর বিপক্ষে অবস্থান নিয়েছে৷

তৃতীয় দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে ইটালিও৷ এজন্য জর্জা মেলোনি সরকার আলবেনিয়ার সাথে চুক্তি করেছে৷ তবে জার্মানি এমন উদ্যোগ নিতে পারবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে৷ কোন মডেলটি জার্মানি বেছে নিতে পারে, সে বিষয়ে এখনই কিছু বলছেন না শলৎস৷

আপাতত সব কিছু সতর্কভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷ নিডারজাক্সেন রাজ্যের প্রধান স্টেফান ভাইল শলৎসের দল এসপিডির সদস্য৷ অন্য একটি দেশে আশ্রয়প্রার্থীদের পাঠানো নিয়ে তিনিও সন্দিহান৷ বিশেষজ্ঞদের এ বিষয়ে প্রশ্ন তোলা অব্যাহত রাখার আহবান জানান তিনি৷ যারা ধারণা করছেন এই প্রক্রিয়ায় ইতিবাচক ফল আসবে, তাদের সাবধান করেন ভাইল৷

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...