গ্রেফতার রহমত রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উক্ত কিশোরীকে তুলে নিয়ে উপজেলার বড় দুর্গাপুর পলাশের মাছের ঘেরের টোং ঘরে তিন যুবক উপর্যুপরি ধর্ষণ করে। অপর আসামিরা হলেন, গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের আজমল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৬)। এ দুইজনকে থানা পুলিশ ঘটনার পরপরই গ্রেফতার করে।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের এক ঘণ্টার ভিতরে তিন আসামির মধ্যে আমরা দুইজনকে গ্রেফতার করেছি। অন্য আসামিকে খুলনা র্যাব -৬ এর সদস্যরা ঢাকা গাজীপুর থেকে গ্রেফতার করে থানায় সোপদ করেছে।
স্বাআলো/এসএস