যশোরের সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে ‘জিএম টেক সল্যুশনস’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকালে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা বাজারে প্রধান অতিথি হিসেবে জিএম টেক সল্যুশনসের শুভ উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক রেজওয়ান হোসেন মিথুন, যুবলীগ নেতা তছিকুর রহমান রাসেল, চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলাম।
এলাকার যুবসমাজকে বেকারত্ব ও মাদকমুক্ত করার এই উদ্যোগের জন্য সফল ফ্রিল্যান্সার ও জিএম টেক সল্যুশনস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী মারিফুল ইসলাম ও সফল ফ্রিল্যান্সার মেহেদী হাসানকে দুইটি ল্যাপটপ উপহার করেন প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুল।
তিনি বলেন, ফতেপুর ইউনিয়নের যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বেকারত্বের অভিশাপ থেকে বাচাতে এই ধরনের উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।
স্বাআলো/এসএ