সাতক্ষীরায় ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে ১০ পিস সোনার বারসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সীমান্তের বাশকল নামকস্থান থেকে সোনাসহ তাকে আটক করা হয়।
আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বাশকল নামক এলাকা দিয়ে একজন চোরাকারবারী সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে আভিযানিক দল সকাল ৮টার দিকে আশরাফুল ইসলাম একটি বাইসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার পথে বিজিবি সদস্যরা তার গতিরোধ করে। পরে তার দেহতল্লাশী চালিয়ে তার কোমরের ডান পাশে বিশেষভাবে বাধা ১ কেজি ৪১০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বলেন, শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনার বার গুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এসএ