ঢাকা অফিস: দুইদিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম কমেছে।
ভরিতে এক হাজার ২৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ১৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৫০০ কোটি টাকার ভাগ নিয়েই খুন হন এমপি আনার
আগামীকাল রবিবার (২৬ মে) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
যশোরে সাড়ে ২৮ লাখ টাকাসহ প্রতারক চক্রের ৭সদস্যকে আটক
এর আগে, গত ২৩ মে টানা ৬ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমে। এইদিন ভরিতে এক হাজার ৮৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্বাআলো/এস