স্পোর্টস ডেস্ক:
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মায়ামিকে। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও দ্বিতীয় লেগেও হারের মুখ দেখতে হয়েছে তাদের। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে দুই লেগ মিলিয়ে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
বৃহস্পতিবার (১ মে) সকালে নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে পরাজিত হয় ইন্টার মায়ামি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নিয়েছে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার।
ম্যাচের শুরুতে অবশ্য আশার আলো দেখিয়েছিল মায়ামি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা দলটি ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায়। লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন জর্ডি আলবা। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি, তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের সামনে। আর একটি গোল করতে পারলেই দুই লেগ মিলিয়ে সমতা ফেরাতে পারত তারা।
ফেরার ম্যাচে মেসির জোড়া গোল
কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পাল্টে যায়। মায়ামির উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে সফরকারী ভ্যাঙ্কুভার। ৫১তম মিনিটে ব্রায়ান ওয়াইটের গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক দুই মিনিট পরই পেদ্রো ভিতার গোলে লিড নেয় ভ্যাঙ্কুভার, স্কোরলাইন দাঁড়ায় ২-১।
পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। উল্টো ম্যাচের ৭১তম মিনিটে সাব্বিরের পাস থেকে সেবাস্তিয়ান বারহাল্টার গোল করলে মায়ামির বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় এবং مجموعায় ৫-১ গোলের বিশাল জয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাালের টিকিট নিশ্চিত করে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। মৌসুমের শুরুতে দারুণ ছন্দে থাকলেও গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের শেষটা ভালো হলো না ইন্টার মায়ামির।
স্বাআলো/এস
