আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর কারনে এ ইউনিয়নের শুন্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
কুচয়া উপজেলারনির্বাচন অফিস ইতোমধ্যে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করেছে। এর আগে গেল ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের দলীয় প্রতিকের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্যহয়।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাস স্বাক্ষরিত উপ-নির্বাচনের তফশীল সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জানান, ইউনিয়নের শুধু চেয়ারম্যান পদে প্রার্থীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে ১০ মার্চ থেকে। আগামী ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যথানিয়মের স্ব-স্ব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, দলীয়ভাবে বিএনপি বা জামায়াত এ নির্বাচনে প্রার্থী দিবে না। তাই সরকার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যে পাবেন সে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
স্বাআলো/এসআর