নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ১৩৮তম মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) বিভিন্ন শ্রমিক সংগঠনের দিনভর আয়োজনে আলোচনা সভা, র্যালি, নগদ অনুদান বিতরণসহ বিভিন্ন ধরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোর জেলা শ্রমিকলীগের আয়োজনে জিলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও ব্যাটারি চালিত রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক নাজিম হোসেন বাহাদুর।
যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা
এ সময় উপস্থিত যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, কৃষি সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, বর্তমান উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, দফতর সম্পাদক হাফিজুর রহমান, সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, সদস্য সৈয়দ মুনসুর আলম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী বাশিনুর নাহার ঝুমুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক লিয়াকত আলী প্রমুখ।
জিলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংলরী (৯১৮) ইউনিয়নের পক্ষ থেকে আলোচনা সভা ও অনুদান বিতরণে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম বাহাদুর।
সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপশহর শাখা সভাপতি ফিরোজ আলম।
এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু রহিম ও ইন্তাজ আলীকে ক্রেস্ট দিয়ে মরোণত্তর সংবর্ধনা জানানো হয়। এছাড়াও মৃত শ্রমিক পরিবারকে এককালীন অনুদান দেয়া হয়।
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (৪৬২) পক্ষ থেকে সংগঠনের চেকপোস্টস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনু।
প্রধান বক্তা ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সংগঠনের সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জুল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
স্বাআলো/এস