নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর, দেয়াড়া ও আরবপুর ইউনিয়নে সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনভর তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা শ্রমিকলীগের সভাপতি জবেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু, যুব মহিলালীগের কেন্দ্রীয় সদস্য বর্ষা জামান ও বাশিনুর রহমান ঝুমুর প্রমুখ।
হৈবতপুর ইউনিয়ন থেকে কাজী নাবিল আহমেদ ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবু সিদ্দিক, আওয়ামী লীগ নেতা সাজেদুল হক মিন্টু ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আয়োজক চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজান, আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর রকসি।
দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী, বর্তমান আহবায়ক জাফর ইকবাল প্রমুখ।
আরবপুর ইউনিয়নের শহীদের মোড়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজনু, জাকির হোসেন, জামির হোসেন ও যুবলীগ নেতা মিজান সরদার প্রমুখ।
স্বাআলো/এস