সিলেট বিভাগ

জমিতে মিললো গ্রেনেড, এলাকায় আতঙ্ক

সিলেট ব্যুরো সিলেট ব্যুরো | July 15, 2025

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাড়ির পরিত্যক্ত জমি থেকে পুরনো আমলের একটি গ্রেনেড পাওয়া গেছে।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পতনউষা শ্রীসূর্য্য নয়াগ্রামের ওমর আলী নামের এক ব্যক্তির বাড়ির পাশে এটি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে।

স্থানীয়দের ধারণা, গ্রেনেডটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। সম্প্রতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি মাটি সরে গেলে এটি বেরিয়ে আসে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল দশটার দিকে ওমর আলীর বাড়ির লোকজন তাদের বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে একটি ঝোপের মধ্যে মাটিতে পড়ে থাকা অবস্থায় গ্রেনেডটি দেখতে পান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডের চারপাশ থেকে লোকজনকে সরিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে।

তিনি আরো বলেন, বিষয়টি সিলেটের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তাদের একটি বিশেষজ্ঞ দল এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় বা ধ্বংস করবে। ততক্ষণ পর্যন্ত এলাকাটি পুলিশের নজরদারিতে থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo