বগুড়ার শিবগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওভারপাসের ওপর থেকে মহাসড়কে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল ঘিরে রেখে ব্যাপক তল্লাশি করা হয়েছে তবে আর বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি।
ওসি আরো বলেন, কোনো একটি পক্ষ আতঙ্ক সৃষ্টির জন্য বা নাশকতার উদ্দেশ্যে এমনটি করতে পারে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বাআলো/এসএ