নিজস্ব প্রতিবেদক: যশোরে আন্তঃজেলা গ্রিল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল আমজাদ হোসেন আকাশ, আলী রাজ বিশ্বাস ওরফে হিটার রাজ, হৃদয় হোসেন আকাশ ও চোর আলামিন।
আটকদের কাছ থেকে ছয়টি অবিস্ফোরিত বোমা, পাঁচটি জর্দ্দার খালি কৌটা,আটটি মার্বেল, দুইটি লাল রংয়ের কসটেপ, ১৭টি জালের কাটি, তিনটি প্লাস্টিকের স্যান্ডেল, তিনটি গাছি দা, তিনটি লোহার চাইনিজ কুড়াল এবং দুইটি বার্মিজ চাকু উদ্ধার করেছে।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জুয়েল ইমরান রবিবার কোতোয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
জুয়েল ইমরান বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিলো গ্রিলচোর চক্রে সদস্যরা যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পাশে অবস্থান করছে।
এসময় পুলিশের একাধিক টিম এখানে হানা দিয়ে আমজাদ হোসেন আকাশ, আলী রাজ ওরফে এটার রাজ ও হৃদয় হোসেন আকাশ ও পরে চোর আলামিনকে আটক করে পুলিশ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
এক প্রশ্নের জবাবে অফিসার ইনচার্জ (ওসি) বলেন আলামিন জনগণের হাতে গণপিটুনিতে আহত থাকায় সে হাসপাতালে ভর্তি পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে।
স্বাআলো/এসআর/এস