বাগেরহাট-৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের মোংলা-রামপাল সংসদীয় আসন-৩ এ আবারো নৌকার মাঝি হতে চান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবীবুন নাহার।

এ আসন থেকে বিগত তিন বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হাবীবুন নাহার এ আসনের তৃণমুলের সকল নেতাকর্মী ও সম্মানিত ভোটারদের সম্মতি নিয়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে রবিবার (১৯ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর ব্যক্তিগত সহকারী রেদওয়ান মারুফ।

হাবীবুন নাহার খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী।

তার মনোনয়ন ফর্ম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মোংলা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলীপ কুমার মন্ডল, ধানমণ্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজাউদ্দিন (তুহিন) ও ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য পিন্টু মজুমদারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় দলীয় নেতাকর্মীরা বলেন, বেগম হাবিবুন নাহার একজন বাংলাদেশী নারী রাজনীতিবীদ ও বারবার নির্বাচিত সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

তিনি ২০০৮ ও ২০১৮ সালের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...