ফরিদপুরে ঘুমন্ত মা মর্জিনা বেগমকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ ছেলে রাকিব জোয়াদ্দারের (১৮) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মধুখালী পৌর সদরের মেছরদিয়া গ্রামে।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় মর্জিনার স্বামীর করা মামলায় অভিযুক্ত ছেলে রাকিব জোয়াদ্দারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গায় ভাইকে আটকে রাখায় প্রতিবাদ, বোনকে তুলে নিয়ে হত্যা
পুলিশ ও স্থানীয়রা জানান, রাকিব জোয়াদ্দার মাদকাসক্ত। গত মঙ্গলবার রাতে রাকিব তার ঘুমন্ত মায়ের মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় মায়ের পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে মর্জিনাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে মর্জিনা বেগমের মৃত্যু হয়।
গলায় ফাঁস দিয়ে বদরুন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, কুপিয়ে জখমের পরদিন বুধবার নিহতের স্বামী জামাল জোয়াদ্দার বাদী হয়ে ছেলে রাকিবের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে অভিযুক্ত রাকিবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্বাআলো/এস