জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার, হাত সর্বদা গুরুত্বপূর্ন’, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে র্যালি, হাত ধোয়া প্রর্দশনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট (এসডিএ), রাইট টু প্রো প্রকল্পের সহযোগিতায় সরকারি শিশু পরিবার প্রাঙ্গণ থেকে একটি বনাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে হাত ধোয়া প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার, হাত সর্বদা গুরুত্বপূর্ন’, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারি শিশু পরিবার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুদ উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক শিলা রানী দাস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান প্রমুখ।
স্বাআলো/এস