খেলাধুলা

রেফারিকে হেনস্তা করলেই যেতে হবে জেলে!

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | June 22, 2025

ফুটবল ম্যাচের সিদ্ধান্তগুলো নিখুঁত রাখা এবং খেলোয়াড়দের আচরণ সংযত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেফারিরা। তবে মাঠে এবং মাঠের বাইরে প্রায়শই খেলোয়াড়, কোচিং স্টাফ এমনকি দর্শকদের কাছ থেকেও অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা হেনস্তার শিকার হন ম্যাচ অফিসিয়ালরা। এমন পরিস্থিতি এড়াতে এবং রেফারিদের সুরক্ষা নিশ্চিত করতে ইতালি এবার কঠোর আইন প্রণয়নের পথে হাঁটছে।

নতুন নিয়ম কার্যকর হলে রেফারিদের ওপর হামলা বা হেনস্তার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড দেয়া হবে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করে রেফারিকে আক্রমণ বা হেনস্তার ঘটনায় ইতালিতে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ডের আইন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের মতো ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার লক্ষ্যে গত শুক্রবার দেশটির পেনাল কোডে সংশোধনী আনার কাজ শুরু হয়েছে।

বিদ্যমান দণ্ডবিধি পরিবর্তন হলে, রেফারিদের মৌখিক আক্রমণ বা যেকোনো পর্যায়ের শারীরিক আঘাতে জড়িতদের কড়া শাস্তি দেয়ার সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে ইতালির জুনিয়র জাস্টিস মিনিস্টার আন্দ্রেয়া ওস্টেলারি বলেন, খেলা মানেই হচ্ছে অনুগত ও (সুখ-দুঃখ) ভাগাভাগি করে নেওয়া। যারা এটি মানবে না তাদের সতর্ক করা হচ্ছে, আগামীকাল থেকে রেফারির প্রতি যেকোনো আগ্রাসী আচরণ অতিসত্বর শাস্তির আওতায় আসবে। এমনকি অভিযুক্তকে কারাগারেও পাঠানো হবে।

রেফারিদের সুরক্ষা নিয়ে নতুন আইন প্রণয়নের বিষয়টি আলোচনায় আসে গত ডিসেম্বরে, যখন ইতালিয়ান সকার রেফারিজ অ্যাসোসিয়েশন (আইএসআরএ) দেশটির সরকারের সঙ্গে বৈঠকে বসে। ওই মাসেই সিরি-আ সহ ইতালিয়ান ক্লাব প্রতিযোগিতার আসরগুলোতে রেফারিদের হেনস্তার শিকার হওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে আসে। অপর একজন ম্যাচ অফিসিয়াল আক্রমণের শিকার হওয়ার প্রতিবাদে এক রেফারি ম্যাচ চলাকালে তার মুখে (চোখের নিচে) কালো দাগ দিয়ে সংহতি প্রকাশ করেছিলেন।

এর আগে সিসিলিতে অনুষ্ঠিত একটি যুব ফুটবলের ম্যাচে ১৯ বছর বয়সী রেফারি দিয়েগো আলফঞ্জেত্তি হামলার শিকার হন। তার প্রতি সংহতি জানিয়ে পরবর্তীতে মার্চে লাজিও ও রোমার মধ্যকার সিরি-আ ম্যাচে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং সেই ম্যাচের রেফারিরা তার প্রতি সমর্থন প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে রেফারিদের ওপর হামলার ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ ও সরকার রেফারিদের সুরক্ষার বিষয়ে কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। নতুন আইনটি কার্যকর হলে ইতালিতে রেফারিদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo