অস্ট্রেলিয়ার বিপক্ষে হাথুরুসিংহের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথমবারের মতো ৩ জয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে দৌড়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে টাইগাররা।

শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

তবে এর আগে বৃহস্পতিবার (২০ জুন) সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সেখানে অজিদের বিপক্ষে নিজের পরিকল্পনার কথা জানান লঙ্কান এই কোচ। তার বিশ্বাস, অজিদের বিপক্ষে সব বিভাগেই ভালো করবে শান্ত-সাকিবরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এইদিকে বিশ্বকাপ শুরুর আগ থেকেই ফর্মে নেই বাংলাদেশের টপ-অর্ডার। চলতি বিশ্বকাপেও বিষয়টি লাল-সবুজ শিবিরকে বেশ ভোগাচ্ছে। তবে ব্যাটিংয়ে ভালো শুরুর পাশাপাশি ভালো পিচের প্রত্যাশা টাইগার কোচের।

হাথুরুসিংহের ভাষ্যমতে, পরিকল্পনা অন্য সব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু পেতে চাই। তবে অনেক জায়গাতেই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। আর পিচের চরিত্র বোঝাও খুব কঠিন।

পিচের আচরণ নিয়ে টাইগার কোচের মন্তব্য, আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে। কিন্তু সেটাই খুব কঠিন হয়ে উঠলো। বোলিংবান্ধব হয়ে উঠলো, সেটি শুধু পেস কিংবা স্পিন নয়, দুটোতেই। তাই আমাদের পরিকল্পনা হলো ব্যাটিং বা বোলিং যেটাই হোক, শুরুটা ভালো করা।

বিশ্বকাপে টাইব্রেকারে বাংলাদেশের বিদায়

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচের ভেন্যু অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট নিয়ে হাথুরুর দাবি, এখনাে দেখিনি। আমরা সেখানে ফিল্ডিং সেশন করেছি। কিন্তু সেটা ছিলো রাতে ফ্লাডলাইটের আলোয়। উইকেট তখন ঢেকে রাখা ছিলো। আমরা মাঠের আকার দেখার পাশাপাশি কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, সেসব বোঝার চেষ্টা করেছি। পুরো চিত্র এখনো না পেলেও ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কিছু তথ্য আমরা পেয়েছি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...