দেশে ফিরলেই গ্রেফতার হবেন রাখি

বিনোদন ডেস্ক: অনেকদিন থেকেই পারিবারিক কলহ নিয়ে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গত বছর মে মাসে চুপিসারে আদিল খান দুরানির সঙ্গে বিয়ের কয়েক পরেই বিচ্ছেদ হয় রাখির। চলতি মাসেই ‘বিগ বস্ ১২’র প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন আদিল। এরই মধ্যে জানা গেলো রাখির নামে এফআইআর দায়ের করেছেন আদিল।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাখির নামে বেশকিছু অভিযোগ দিয়ে এফআইআর দায়ের করেছেন তার প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। পাশপাশি আদিল জানান, এই মুহূর্তে গ্রেফতারের ভয়ে নাকি দেশছাড়া রাখি। রয়েছেন দুবাইতে। দেশে ফিরলে দুইঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হবে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিল বলেন, আমি একগুচ্ছ কেস করেছি রাখির উপর। যেগুলোয় জামিন পাচ্ছে না রাখি। সেই কারণে গত মাস চারেক ধরে ভারত ছেড়ে দুবাইতে গিয়ে উঠেছে। যে দিন দেশে ফিরবে, সে দিনই দুঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে ওকে।

বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত

মাস কয়েক আগেই জানা যায়, ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার সাবকে স্বামী আদিল। আদিলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হতে পারে— এ আশঙ্কা থেকে নাকি আগেভাগেই আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি।

‘বিগ বস’ খ্যাত তারকার বিরুদ্ধে গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। সেই মামলাতেই আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জিমাফিক রাখিকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে আদালত রাজি হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...