জনগণের দোরগোঁড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই: নড়াইলে স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, নড়াইল: জনগনের দোরগোঁড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। জনগণ যদি তৃণমূলে ভালো স্বাস্থ্য সেবা পান তাহলে তারা আর ঢাকামুখী হবেন না। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন শনিবার (২৭ এপ্রিল) নড়াইল আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে গনপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নড়াইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত এ নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

তীব্র তাপপ্রবাহ: হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

জেলা সদর হাসপাতাল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মত বিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেন তাহলে হাসপাতালের চিকিৎসা সেবার উপর সাধারন জনগনের আস্থা আরো বেড়ে যাবে।

মন্ত্রী চিকিসকদের সুরক্ষার ব্যাপারে বলেন, ভূল চিকিৎসার অজুহাতে অহেতুক ডাক্তারদের উপর হামলা মেনে নেয়া হবে না। পাশাপাশি আপনারা চিকিৎসা সেবা নিতে আসা লোকজনকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সেবা দিবেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে কাজ করেন। আমরা আপনাদের সুরক্ষা দিবো। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন তিনি।

তিনি নড়াইল আধুনিক সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা: মোহাম্মদ খুরশীদ আলম, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন বক্তৃতা করেন।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ স্বাস্থ্য বিভাগের উদ্ধর্তন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...