পটুয়াখালী সদর উপজেলার ৭নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হেলদি ইউনিয়ন ঘোষণা ও সম্মাননা পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জুয়েল রানা ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান ঊর্মি প্রমুখ।
এই আয়োজনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং ইউনিয়নকে একটি ‘হেলদি ইউনিয়ন’ হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও, সম্মাননা পত্র বিতরণের মাধ্যমে বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করা হয়।
স্বাআলো/এস