ঢাকা অফিস: বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেফতার কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল সাংবাদিকদের এ তথ্য জানান।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন: ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম (৪৭), তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩০), বিএনপি কর্মী শাহাদাত হোসেন (৩২), টেনু (৩৮), মনির হোসেন (২৫) ও বরকত হাওলাদার (৩৭)।
সবুজসহ নিহতদের জন্য দেশব্যাপী গায়েবানা জানাজা করবে আ.লীগ
এদিন আসামিদের আদালতে উপস্থিত করে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কবির হোসেন হাওলাদার। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক আসামিদের জামিন নামঞ্জুর করে প্রত্যেককে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর পর পল্টন থানায় ২৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২০০-৩০০ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। মামলায় ১৮৭৮ সালের আর্মস অ্যাক্ট ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনে অভিযোগ আনা হয়েছে।
স্বাআলো/এস