যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।

নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। সকাল ৭টার দিকে নওগাঁ থেকে খুলনাগামী আরেকটি খড়বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে খড়বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুঘর্টনার পর চালক পালিয়ে যান। তবে ট্রাকের হেলপার আলমগীর হোসেন মারাত্মক আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি নওগাঁ জেলায়। ধারণা করা হচ্ছে, ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...