এবার রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছেন হিরো আলম, থাকছে চমক

বগুড়া ও ঢাকার আসনে এরআগে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও এবার রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) শেষ দিনে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেবেন তিনি। বুধবার বিকালে দুবাই থেকে দেশে ফেরার প্রাক্কালে তিনি এ তথ্য জানান। তবে তিনি মনোনয়ন জমা দেয়ার আগে ওই রাজনৈতিক দলের নাম প্রকাশ করবেন না। ওই ঘোষণায় চমক থাকবে বলে জানিয়েছেন।

হিরো আলমের স্বজনরা জানান, এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। পরে বগুড়া-৪ ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন। এ ছাড়া ঢাকা-১০ আসনের উপনির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। স্বজনরা দাবি করেন, বগুড়ার উপনির্বাচনে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করেও লাভ হয়নি। তাই হিরো আলম এবার বগুড়া-৪ আসনে একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কয়েকদিন আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; বৃহস্পতিবার সকালে তা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন।

কোন রাজনৈতিক দলের টিকিট সংগ্রহ করেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, এটি চমক। এখনই প্রকাশ করা হবে না। কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলে যোগদান করেছি। মনোনয়ন জমা দেয়ার সময় সেটি প্রকাশ করা হবে।

হিরো আলম আরো জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তিনি বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন। তিনি নিজ এলাকা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...