জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য়ধাপে ২৯ মে আসন্ন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার ইটবাড়িয়া ইউনিয়ন বাজারঘোনা বাজার এলাকায় ইউনিয়ন সমর্থক গোষ্ঠির আয়োজনে কাপপিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ কালাম মৃধা এর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ্যাড, এস এম কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপপিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ কালাম মৃধা। উপজেলা শ্রমিক লীগের সভাপতি অলিউল ইসলাম এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হারুন অর রশিদ, পৌর আওয়ামী লেিগর সভাপতি শাহজালাল খান,জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, যুবলীগ সভাপতি এ্যাড. সহিদুল ইসলাম শহিদ,সাধারন সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন হাওলাদারসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ কালাম মৃধা তার বক্তব্যে বলেন, “আমি যতটুকু পেরেছি, মানুষের উপকার করেছি। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়নি। ইনশাআল্লাহ আমাকে কাপপিরিজ
মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে আপনারা আমাকে সব সময় পাশে পাবেন। তাই, আমি আশা করি, আগামী ২৯ মে আসন্ন পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে কাপপিরিচ মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
স্বাআলো/এস