জেলা প্রতিনিধি,পটুয়াখালী: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিটিসিএল প্রতি বছর কয়েকশো কোটি টাকা লোকসান করে। বর্তমানে অত্যাধুনিক উচ্চ গতির ইন্টারনেট সেবা জীবন। যা বিটিসিএলের লাইফ লাইন। জীবন প্যাকেজের মধ্যদিয়ে বিটিসিএলের জীবন ফিরিয়ে আসবে।
শনিবার (২৩ মার্চ) শেষ বিকেলে পটুয়াখালী সদর উপজেলার ভূরিয়া শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত দুই মাস বিভিন্ন জেলা সফর লসের বিষয় গুলো দেখছি। গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে রংপুরে ছিলাম। জয় ভাইর এলাকা পীরগঞ্জ বিটিসিএলএ দেখলাম গত সাত মাসে সাত কোটি টাকা আয় করেছে। ব্যয় হয়েছে চার কোটি টাকা। গত সাত মাসে তিন কোটি টাকা সরকারের আয় হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। একই মডেল প্রতিটি জেলায় অনুসরণ করা যায়। অত্যাধুনিক উচ্চ গতির ইন্টারনেট সেবা দেয়ার সুযোগ ৬৪ জেলায় চার লাখ সংযোগ দেয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে তিন লাখ সংযোগ দেয়া গেলে বিটিসিএলকে লাভজন করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আঃ হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, প্রকল্প পরিচালক মোহাম্মাদ আতিকুল ইসলাম ও ভূরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাআলো/এসআর