যশোর

বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রফতানি বন্ধ

| October 14, 2023

বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এদিকে যশোরের বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রফতানি বন্ধ হয়ে গেছে।

সময় সময় সল্পতা আর সংকটের কারণে সরকারের অনুমোদিত তিন হাজার ৯৫০ টনের মধ্যে ১১ দিনে মাত্র ৬৩১ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ রফতানি হয়েছে ভারতে।

ভারতে ইলিশ রফতানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

রফতানিকারক সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করেছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে ইলিশ কেবল ভারতে রফতানি করে আসছে।

এদিকে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম শুরু হওয়ায় ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় রফতানি বন্ধের কবলে পড়েছে। এতে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রফতানিতে প্রতিবন্ধকতা এসেছে।

বেনাপোল মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানায়, ইলিশ প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২২ দিন ভারতে রফতানি বন্ধ থাকবে। এতে করে এ বছর সব ইলিশ রফতানি করা হচ্ছে না ভারতে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply