জাতীয়

ঈদে সংবাদকর্মীরা ছুটি পাচ্ছেন ৫ দিন

ঢাকা অফিস ঢাকা অফিস | May 28, 2025

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

এই সিদ্ধান্তের ফলে টানা পাঁচদিন দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

বুধবার (২৮ মে) নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এই তথ্য জানানো হয়েছে।

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব কাস্টম স্টেশন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ৫ থেকে ৯ জুন পর্যন্ত মোট ৫ দিন ঈদের ছুটি থাকবে। এই ছুটির কারণে আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
এই ছুটির ফলে ঈদের সময় সংবাদপত্র পাঠক ও সংশ্লিষ্ট সকলকে বিষয়টি সম্পর্কে অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo