পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটিকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
ঈদ যাত্রায় চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি যে-ই করুক না কেন, তার দলীয় পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে সে বিষয়েও কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ঈদের মতো এবারো আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেয়ার জন্য পরিবহন মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা, সেটির তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে এবং এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও যাত্রী ছদ্মবেশে ডাকাত বা অপরাধী ঠেকাতে বাসে ওঠার সময় সকলের ছবি নেয়া হবে জানিয়ে তিনি বলেন, এই পদক্ষেপ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
স্বাআলো/এস